এবার চলবে, অপুর রাজনীতি এবং শাকিবের রংবাজ- সংবাদ সম্মেলনে দুইজন ।


অপুর রাজনীতিতে যাওয়ার - সংবাদ সম্মেলন ভিডিও-

ঢালিউড হঠাৎই আলোড়ন পড়ে গিয়েছিল। এর কারণ চিত্রনায়ক শাকিব এবং চিত্র নায়িকা অপু বিশ্বাসের বিয়ে, সংসার, সন্তান নিয়ে, শাকিবের অসুস্থতার খবরে ছড়িয়ে পড়েছিলো দেশে দেশান্তরে।

 আলোচনা-সমালোচনায় এই দুই নাম চর্চিত হয়েছে অনেক বেশি।

 এরই মধ্যে খবর বেরিয়েছে যে রাজনীতিতে নামলেন অপু বিশ্বাস।

তবে অপুর এই রাজনীতি বাস্তবে নয় পর্দায় দেখা যাবে। মাতৃত্বের কারণে আপাতত সিনেমায় দেখা যাবেনা বলে শোনা গেলেও শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে নতুন সিনেমার ঘোষণা দেন নায়িকা নিজেই।এর আগে, ঢালিউড কিং শাকিব খানও একটি সাক্ষাৎকারে বলেন, শাকিব-অপু জুটিকে আর কখনো সিনেমার পর্দায় দেখা যাবে না।যারা হতাশ হয়েছিলেন তাদের হতাশাকে উড়িয়ে দেবে অপু বিশ্বাসের এই ফেইসবুক স্ট্যাটস।

অপু বিশ্বাস তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আজ নতুন বছরে রাজনীতি-র নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অর্ষা, যিনি প্রধান বিরোধী দল দেশবন্ধু পার্টির দলীয় প্রধানের একমাত্র কন্যা। অর্ষার জন্ম এবং বেড়ে ওঠা পুরান ঢাকার শাঁখারী বাজারে। অর্ষা আপনাদের সবাইকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।’প্রসঙ্গত, সিনেমায় অপুর বিপরীতে আছে শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন বুলবুল বিশ্বাস।এবার দেখার পালা, অপুর রাজনীতি তার ভক্তরা কীভাবে গ্রহণ করে।

এদিকে,

রংবাজ’ সিনেমার মহরতে শাকিব ও বুবলি

রংবাজ’ সিনেমার মাধ্যমে চতুর্থবারের মত পর্দায় জুটিবেঁধে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত শাকিব-বুবলি জুটি। সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা ‘রংবাজ’কে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন বলেই সিনেমা সংশ্লিষ্ট ও শাকিবের নিন্দুকেরা মনে করছেন। আসলেই কি তাই?

Comments